সব দেশের সমর্থন চান ফিলিস্তিনের রাষ্ট্রদূত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ নভেম্বর ২০২৪, ২৩:৫৭
ইসরাইল কর্তৃক তার দেশে গণহত্যা, বাস্তুচ্যুতি ও অবিচারের অব্যাহত অপরাধের অবসানে কার্যকর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমজান আজ বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘ইসরাইলের ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে আমাদের ফিলিস্তিনি জনগণ যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাতে আমাদের সকলকে একসাথে কাজ করা প্রয়োজন। আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা ও বাস্তুচ্যুতির চলমান অপরাধের প্রতিবাদে সব দেশকেই কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
ইউসুফ এসওয়াই রমজান শুক্রবার ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউএনএবি) আয়োজিত এক সিম্পোজিয়ামে বক্তৃতাকালে এ কথা বলেন।
ইউএনএবি ভাইস প্রেসিডেন্ট প্রফেসর মনসুর মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মাসুদ মান্নান এবং ইউএনএবি মহাসচিব সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং জলবায়ু কর্মী ফাতিহা আয়া।
ইসরাইল কর্তৃক গাজার অভ্যন্তরে ইউএনআরডব্লিউএ-এর কার্যক্রম নিষিদ্ধ করার সমালোচনা করে ইউসেফ বলেন, ফিলিস্তিনিদের ৭০ শতাংশ মৌলিক চাহিদা যেমন খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আরো অনেক কিছু করে থাকে জাতিসঙ্ঘের এ সংস্থাটি।
তিনি বলেন, গত ৪৫ মাসে গাজায় ১৭ হাজার ৫০০ শিশু ও ১২ হাজার নারীসহ ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
ইউসুফ বলেছেন, ‘গাজার পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। তবে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। পশ্চিম তীর এবং জেরুসালেমে ভূমি খালি করা এবং জাতিগত নির্মূলের লক্ষ্যেই এগুলো করা হচ্ছে।’
রাষ্ট্রদূত ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আইসিসি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।’
ইসরাইলের বিরুদ্ধে মামলা প্রস্তুতকারী সাতটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা