১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
নি বে দি ত ক বি তা

অকম্পিত ছিলেন আসাদ

-

হয়তো অনেক কিছু বেমানান ছিল - পথচলা (?)
মুখের পুষ্পিত হাসি, দোক্তাযুক্ত পানের বিকট
অট্টহাসি (চোখেমুখে কী এক বিনয় উৎকট!)
হারজিত খেলা তবু না ভেবে সন্ত্রস্ত কথা বলা।

আমাদের সঙঘটাও সহসা দাঁড়িয়ে - পরিষদ
আমাদের পরিচিতি জনান্তিকে তবু উপেক্ষিত
তবু মাথা ঝাড়া দিয়ে - মানি না মানার হারজিৎ
সুদূর দিগন্ত রেখা চেয়ে চেয়ে চলা অবিরত।

এদের রসদ নেই, পর্যাপ্ত সহায়ক উপাচার
মাথায় রাখার মতো সস্নেহ বুলিয়ে হৃষ্ট হাত
এদের বাজনা নেই ফুঁ দেবার নেই ‘অবতার’-
তবুও বুকের বল একত্রিত করে প্রাণপাত
স্বপ্নের ফানুস উড়ে ঝড়ের আকাশে তিক্ততার
তাহাদের মাঝে স্থির অকম্পিত ছিলেন আসাদ!


আরো সংবাদ



premium cement