১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জাহাঙ্গীর ফিরোজ

ভাঙে মনটা

-

কী ভেঙেছে? : মনটা
হয়েছে কী? : কচুহাতি ঘণ্টা।
অভিমান! আহা অভিমান!
নির্বাসিত অভিমান ফিরেছে আশ্রয়ে!

চড়ুই পাখির ঠোঁটে শস্যকণা
আকাশচুম্বী প্রাসাদও ভেঙে পড়ে মনা
সময়ের ভাঙন দেখ না?
: দেখেছি রাত্রিদিন
আলো আর আঁধারের খেলা, ক্লিশে!
জীবনের সাথে আছে মিশে

বচন টচন পড়নি?
: না,
আবহাওয়া দফতরের বুলেটিন দেখি প্রতিদিন।

তাক ভর্তি বই, খনার বচন,
সোরেন কিয়ের্কেগার্ড চার্বাক
রবীন্দ্র নজরুল সুকান্ত মানিক
ধূলিধূসরিত দ্য ক্যাপিটাল, হোমার দান্তে;
ওগুলো কীসের শোভা?
: ষাট দশকের রীতি, আব্বার প্রীতি
এখনো আছেন তিনি
পশ্চিমে হেলে পড়ে রাতদিন ;
অন্ধের আলো ঘরজুড়ে।

মন কেন ভেঙেছে তোমার?
: মন বলে কিছু নেই, সকলি মগজে
তবু বলি সে এক অভ্যেসে
দাদার গাধায় চড়ে হাটে যাই
ছাতি হাতি গজঘণ্টা
মগজ ভাঙে না, ভাঙে মনটা।


আরো সংবাদ



premium cement