১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বকুল আকতার দরিয়া

এখানে জীবন

-

এখানে জীবন,
তুফানে পতিত যবযবে আহত পাখি
বুড়ো বটের হলদে পাতার মতো
কখনো ধূসর কখনো পাথর।

এখানে জীবন,
তাড়াখাওয়া হরিণশাবকের মতো
কখনো দুরুদুরু প্রাণ, কখনো দুঃখী বাউলের গান।

এখানে জীবন,
পালভাঙা নৌকোয় নিষ্ফল দু’টি আঁখি
কখনো বেদনাবিধুর, কখনো হারানো মেদুর।

এখানে জীবন,
ঠিকানাবিহীন নীলখামে অযাচিত দুঃখ
বাতাসে হা হা শব্দে কান্নার মতো
কখনো কালোজল কখনো শূন্য ফলাফল।


আরো সংবাদ



premium cement