১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রি হোসাইন

অবসন্তের গান

-

এ বসন্ত আমার নয়..
এ বসন্ত তোমারও নয়..
ফুল আছে.. তবু পাখিরও নয়
মরা পাতার খচখচানি, ব্যাকুল বাতাস
হৃদয় পোড়া দুঃশাসনের হুংকারে আজ
আরম্ভহীন এই ফাল্গুন
বসন্ত-ই নয়; বসন্ত নয়..

আমের মুকুল, হতাশ বকুল
কৃষ্ণচূড়ার প্রতীক্ষা নাই
শিমুল এখন লুকিয়ে ফুটে রাস্তাঘাটে
প্রয়োজনহীন...
মনের ভিতর রঙ বেরঙের
আয়োজন নাই

এ বসন্ত নষ্ট স্রোতের
গাভাসানো জ্বিন পরীদের
আলাদীনের দৈত্ত পোষা
চল্লিশ লাখ আলিবাবাদের
প্রেম মুখোশের ভিতর ঠাসা
লালায়িত রাক্ষসদের

ভাত কাপড় আর ক্ষুধার কাছে
প্যাডেল চেপে চাকার ভাষা
হলুদ কাপড়, পাঞ্জাবিটায়
বিব্রত হয় ভালোবাসা


আরো সংবাদ



premium cement