বিবিধ বিলাপ
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
বিকলাঙ্গ বিবেকের ভারে ক্লান্ত পৃথিবীর আকাশ-বাতাস,
শেয়ালের সাথে সন্ধি করে আমরা করেছি মুরগি লালন;
পুড়ে গেছে পাঠশালা, পুড়ে গেছে হৃদয়ের সবুজাভ ঘাস,
শাশ্বত শান্তির নামে এখন আমরা করি দুষ্টের পালন।
শহরের অন্ধকারে জাল ফেলে বসে আছে পাপিষ্ঠ পাতক,
বিজ্ঞাপনে ঢেকে গেছে নান্দনিক নগরের মনোরম শোভা;
পাপের পঙ্কিল পথে হেঁটে নিজেদের ভাবি স্বর্গের জাতক,
মদিরার আসরের মায়াবিনী মনে হয় মুগ্ধ মনোলোভা।
এখন কোথাও নেই বটতলে বাঁশি আর রাখালের সুর,
সর্বভুক সময়ের বুকে নেই চিরায়ত গোধূলির গান;
যুথচারী বলাকারা ওড়ে না এখন সীমাহীন নীলিমায়।
দানবীয় দাবদাহে মৃতপ্রায় আমাদের দরদী দুপুর,
স্বপ্নভঙ্গ দিন শেষে দূর হতে ভেসে আসে সার্সির আহ্বান;
পাপের পেয়ালা পূর্ণ আজ এই পৃথিবীর কানায় কানায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা