১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সাজ্জাদ বিপ্লব

কবিতা আমার

-

এই যে ছোট ছোট সুখ-দুঃখ
ভালো লাগা ভালোবাসা
এই তো কবিতা--
এমন-ই কবিতা আমার।

জগত জুড়ে--
সে ঘুরে ফিরে।
সামনে ও পেছনে তাকায়।

আঁকায় সময় অসময় দুঃসময় সুসময়
সুখময় সুধাময় করে--
নিজে ও কবিরে।

কবি কি জানে এর সবটুকু?
তুমি-ই বা জানো আমার কতটুকু? কতটা?

খোঁজ রাখো আমার বিশ্বের? বিশ্বাসের?
আমাদের সম্পর্ক-ই বা কতটা সচ্ছল, জটিল
কুটিল এই ভাঙনের কালে--
চিন্তা, চেতনা ও কবিতার মতো।


আরো সংবাদ



premium cement