১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আফসার নিজাম

আবার যদি ফিরতে পারি

-

আবার যদি ফিরতে পারি
আমি তখন নদী হবো
এপার ওপার দুকূল ভাসায়
জলচুবনি জোয়ার হবো
আলতো পায়ে আসবো যখন
নীল নীলিমা নদীর পাড়ে
ঢেউয়ের দোলায় খেলার ছলে
শাড়ির আঁচল ভিজিয়ে দেবো।

আবার যদি ফিরতে পারি
আমি তখন বৃষ্টি হবো
শাদা মেঘের পালক খসে
টাপুর টুপুর ছন্দ হবো
ছায়া ছায়া বিকেল দেখে
আসবে যখন ছাদের পরে
ঝুম বরষার নৃত্য তালে
তোমায় আমি ভিজিয়ে দেবো।

আবার যদি ফিরতে পারি
দখিনমুখী বাতাস হবো
‘আলগা করে খোঁপার বাঁধন’
চুলগুলোকে উড়িয়ে নেবো
আবার যখন বাঁধতে যাবে
নিপুণ চালে হাতের পাকে
আমি তখন দমকা হাওয়ায়
উড়িয়ে দেবো চুলের বেনুন।

আর যদি বা নাইবা ফিরি
শিমুলগাছের তুলার মতো
আমায় তুমি মনে রেখো
স্বপ্ন দেখা প্রিয়ার মতো
নাকি তুমি ভুলেই যাবে
আয়না দেখা ছবির মতো
মানুষ ছাড়া হয় না ছবি
শুধুই কেবল স্মৃতি ক্ষত।


আরো সংবাদ



premium cement