১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জাহাঙ্গীর ফিরোজ

আমাকে রেখেই আমি যাবো

-

নিজেকে একটু একটু করে ফেলে এসে
দাঁড়িয়েছি নদী তীরে
ক্ষয়িষ্ণু কায়ার হাহাকার বাজে অন্তরে।
ওপারেই যাবো, যেতে হবে
প্রিয় কায়াটিকে রেখে নদী পাড়ে।

মায়ার বাঁধন ছিঁড়ে
নদীটির ওই পারে যারা চলে গেছে
তারাও থমকে দাঁড়িয়েছে নদী তটে।
আমারও ভ্রমণ শুরু হবে

আমাকে রেখেই আমি যাবো
অচেনা দেশের বন্দরে।


আরো সংবাদ



premium cement