১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
শাহানাজ শিউলী

নিঃসঙ্গতা

-

স্বপ্নহীন পরাস্ত চোখের পাপড়িগুলো অন্তর্জ্বালায় ঝুলে থাকে অনিদ্রায়
অমাবস্যার আঁধারে আকণ্ঠ পান করি চিরবিদায়ের গাঢ় শোক
এক পাঁজর ভাঙা শূন্যতা গ্রাস করে গোধূলির ধূসরতায়।
জানি পূর্ণ সূর্যগ্রহণে আকাশ ফুঁড়ে কখনো বের হয় না রৌদ্দুর।
তবুও আলোর অপেক্ষায় প্রহরীর মতো
দাঁড়িয়ে থাকি আঁধারের কার্নিশে।
বিষণœ ভগ্নহৃদয়টুকু ধুঁক ধুঁক করে কেঁপে ওঠে
কান পাতলেই শুনতে পাই তার পদধ্বনি।
লোভনীয় মন ছুটতে থাকে দুরন্ত অশ্বারোহির মতো।
বুক ফুঁড়ে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস।
ওপাশ ওপাশ করতে থাকি নিঃসঙ্গ বিবাগী শয্যায়
জমাটবদ্ধ কষ্টগুলো পুড়ে পুড়ে গলতে থাকে মোমের মত।
অক্ষীর ফোঁটা ফোঁটা জল তরঙ্গে শ্যাওলার মতো
ভাসতে থাকে কবিতার খাতা।
বইয়ের মলাটে বন্দী করি নিঃসঙ্গতা।


আরো সংবাদ



premium cement