১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জহুরুল ইসলাম মন্জু

চলমান দিনগুলো

-

রাত নাই, দিন নাই-
শুধু শুধু কাজ করে যাই
ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে

দিন-রাত রাত-দিন
যখনই হাতে থাকে
সময়েরে ফুরসৎ-
তখনই হয়ে যাই মগ্ন
ঠিক ঠিক কাজেতে

কেমন জীবন পণ
হয়ে রয় জীবনে
মানুষেরই মনগুলো
উড়ে যাই-
ভেসে ভেসে বাতাসে
এরপর উড়ে যায়-
উড়ে যায় গহিন ঘন নিশীথে
রঙিন স্বপনে স্বপনে

মানুষের মন যেন
আকাশেরই রঙ হয়
রঙ হয়! হয় বলেই
মন হয় ফ্যাকাশে
তবু তাই-
মানুষের খেটেখাওয়া দিনগুলো
চলমান থেকে যায়
আরামে আর আয়েশে।


আরো সংবাদ



premium cement