চূড়ান্ত হিসেবের ডালি
- ১৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
এলোমেলো বাতাসের মত কাটিয়েছি দিন ক্ষণ
এখন হিসেব করি এখানে ওখানে ফেলে আসা
নানা কাজের; ভালো মন্দের হিসেব করি চূড়ান্ত,
আহারে সুখময় সোনালী সে সব দিন আমার!
কত না মধুর সে সময় কাটিয়েছি আমি নদীর
জলের মতো; অহেতুক নানা কাজ নিয়ে থেকেছি
ব্যস্ত, আর নষ্ট করেছি অফুরন্ত সময়, আর
যৌবন নষ্ট করেছি দু’হাতের মুঠোয় মাড়িয়ে।
অসময়ের নষ্ট সময়ে করেছি জীবন শুরু
অভাবের ঘুণপোকা ঘুর ঘুর করে প্রতি ক্ষণে
আমার চার পাশে; হতাশায় সময় পার হয়
ডুবে মরি কষ্টের নদীতে সারাদিন সাঁতরাই,
সামনে বিশাল সাগর, সুখের হাতছানি নেই;
কষ্ট আর কষ্ট! অভাব আর অভাব! সারাক্ষণ,
চূড়ান্ত হিসেবের ডালি নিয়ে বসে এই তো আমি
এখানে; আমার পাশে আজকাল আর কেউ নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা