১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`
বাছিত ইবনে হাবীব

এক টুকরো শাদা কাগজ যেন

-

শেষ পর্যন্ত জীবন কি এক টুকরো শাদা কাগজ?

শাদা কাপড়ে মোড়া মৃতদেহ দেখে তা ই মনে হয়।

কী কী রঙ হৃদয়ে মেখে বড় হয় মানুষ
কী কী রূপ মনে এঁকে বড় হয় এত
হাঁপাতে হাঁপাতে দৌড়ায় সারমেয় মতো
অতৃপ্ত তৃষ্ণা বুকে হাঁটে জীবন সড়কে!

হিসাব কিতাব দিয়ে এসব মেলানো যাবে না।

পৃথিবী তো অগনন রঙের মিছিল। আনন্দ-ঝিলমিল
রিনিকঝিনিক!

এত রঙ মুছে গিয়ে অবশেষে প্রজাপতি দিনগুলো ঝরে
যাওয়া ফুল। দিনশেষে যেমন ক্লান্ত গোলাব-বকুল।

আসলে মানুষ শাদা হতে চায় বুঝে না রঙিন দিনে।


আরো সংবাদ



premium cement