১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`
ফারহানা খানম

মগ্নচ্যুতি

-

শরতের ছন্নছাড়া মেঘে বৈরাগ্য ছিল
সন্ন্যাস ছিল শালিখের চোখেও
গেরুয়া সন্ন্যাসী হয়ে হরিৎ আশ্রমে বসেছিলাম
নদীর গান শুনব বলে।
তখনই নদীটা পাহাড়ি জলের মতো
নেচে উঠল ঝুমুর তালে
তরঙ্গায়িত বাতাসে তখন বাউল সুর
দুপুরটা যেন দুলে উঠল কিশোরী আবেগে
কাছাকাছি বিকেলটা
ততদিক মনোযোগী হয়ে দেখছিল
বেলা শেষে আশ্বিনী আকাশের ঠোঁটে
ঝুলে থাকা অকৃত্রিম আলো।

শেকড় উপড়ে পড়ে থাকে যে গাছ
সে না গৃহী না সন্ন্যাসী?
ঠাঁইচ্যুত হয়ে অনিবার্য পরিণতির
দিন গোনে সে!
মগ্নচ্যুত শেকড়ের ভারে
আমি তার থেকে বেশি কিছু নই।


আরো সংবাদ



premium cement