২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
মোস্তফা মহসীন

ঘড়ি ও সময়

-

ঘড়ি সময়কে ভোরের আলোর দিকে
বয়ে নিয়ে গেলে
হৃদয়ের বিভূতিতে আমি মান্য করি;
পৃথিবীর যত প্রেমিকের ঘুম না ভাঙার
আলসেমি।

আকাশের মতো খামখেয়ালিপনায়
বোঝাতেও পারব না,
আমার অধিক রাতের ফসল
কিভাবে যে তছনছ করে নিয়ে যায়;
এক কাক ডাকা ভোর এবং
তার সেই দস্যি
কাকেদের সেনাপতি!

যেন চালবাজদের সঙ্গে না মিশে গোপন কৌশল
হারিয়ে ফেলেছি,
ক্রমে দূরে সরে যায়
শখ, সূর্যোদয়, বিত্ত, নারী
বঙ্গদেশে বুনোফুল অনাদৃত
নওগাঁর গাঁজা বরাবর উপেক্ষিত
এ কথাটা মানি,

কেউ কেউ তবু সুখের নিজস্ব ধরনে প্রত্যয়ী
যেখানে পাখির কিচির-মিচির কলতান
কখনো হয় না
ক্যারিয়ার গড়া মানুষের প্রতি চলন্ত হুমকি!


আরো সংবাদ



premium cement