২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
নকুল শর্ম্মা

হতাশা

-

অস্তপারের কিনারায় এক বীভৎস কায়া
অকূল পারাবার, নিরন্তর ভাঙা গড়া,
ঢেউগুলো গর্জে উঠে স্বরূপে সরে যাচ্ছে বালি রাশি,
দাঁড়াবার নেই ঠাঁই।

সমুখপানে শুধুই হতাশা
অলক্ষ্যে অবধারিত কোন বিরূপ ইঙ্গিতে?
প্রতিমুখ প্রতিবন্ধ কুয়াশার চাদরে
বিমূর্ত, নিদ্রাতুর দৃষ্টির সীমানা
পাথেয় শূন্য, হারিয়ে যাচ্ছে সব কর্মযজ্ঞ।


আরো সংবাদ



premium cement