২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
মজিদ ইকবাল

আমরাই আমাদের শত্রু

-

শুরুটা সেই স্বর্গে, হাবিল কাবিলের
ভ্রাতৃঘাতকতার কঠিন কোপানলে
প্ররোচনায় সংশয় সন্দেহের আঁধারে
নিজের ঘরের খবর নিজেই করি পাচার
খাল কেটে আনা কুমিরের সাথে দোস্তি
মায়াবী মহব্বতে নিজের সব কিছু করে ফাঁস
ভরি উইকিলিকসের তথ্যভাণ্ডার,
করি একাকার ঘরের কথা পরের বলে।
রবার্ট ক্লাইভকে করি সম্ভাষণ অপার আনন্দে,
ঘষেটি বেগমের সাথে সাজাই শঠতার সাজঘর
বাংলার আকাশে শত ষড়যন্ত্রের মেঘ যখন জমে
বাতাসে বেহুলার বিধবাবেশ ওড়ে সবেগ বিস্ময়ে।

পলাশী প্রান্তরে আত্মঘাতের আয়নায়
নতজানুতার নিত্য নব নগ্ন ভাবনায়
উন্মাদ উচ্ছিষ্ট চেতনার বিবরে
বিকিয়ে বেকায়দাকে করি কায়দা
একুশের মিনার যেখানে হবে উন্নতশীর
বেদী সেখানে ভক্তিগদনত চিত্তে নিজেকে নত।
নিজেকে করি অস্বীকার নিজের স্বার্থে
নিজেই নিজেকে নিয়ে নিরন্তর ভাবি
তথ্য সাজাই, কলম পিষি
আপনজনের সর্বনাশের শ্বেতপত্রে।
শেষ পর্যন্ত আমিই সাজি সংহারক আমার আপনজনের,
অন্যের আনন্দ আর পোয়াবোরোর বারোয়ারিতে,
বর্ণচোরাদের বন্যায় যখন ভাসে দেশ
তখন ফাঁদি ফন্দি ফিকিরের ফোয়ারা
আত্মঘাতের সুবর্ণ সুযোগ করি ব্যবহার
বার বার সাজি শত্রু আমি যে আমার।


আরো সংবাদ



premium cement