২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
মমতাজ রোজ কলি

ডাঙা

-

এক সাদাসিধে নদী তুই....
ঢেউ নাই, গর্জন নাই, ভাঙনের ক্ষিধেও নাই।
একবার মাছ হয়ে পুচ্ছ ভিজেই ছিলাম
পাখির মতো ওড়াউড়ি ছেড়ে....

হাত বাড়াইয়ে ছুঁই জমানো আক্ষেপগুলো তোর
পড়ি অনামিকা রেখে বৃদ্ধাঙ্গুলে অক্টোপাস রিং।
দু’হাতের ঝিনুক মুঠোয় আগলেই তোর
বালুকাময় মুক্তোর উচ্ছ্বাস।

তারার মতো....
ভেসে থাকবো বলে শিখেছি সাঁতার!
অথচ ডাঙা ছুঁতে গেলেই আঁটকে দিস পা
বুকে জমানো শেওলার ঝাঁকে.....


আরো সংবাদ



premium cement