৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ১০ জিলকদ ১৪৪৪
`
গোলাম সরোয়ার

গল্পগুলো তোমার আমার

-

তুমি প্রায়ই এমনি
সব আঁকড়ে ধরে রাখো
কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে
আমাকেই বুঝতে পারো না

সম্পর্কের আড়িপাতা
একমুঠো ভালোবাসা এনেছিলাম
তোমার বিহনে
তুমি অবহেলা করেছো নীরবে।

স্বার্থপর হতে পারিনি
অগোছালো জীবন গুছিয়ে নিয়েছি
ভালোবাসার উষ্ণ অভ্যর্থনা
কালের পুতুল এখন।

তবুও তোমার চরণে ঠাঁই দিও
পূর্ণতার শিকড় হোক
আমার প্রাণের স্পন্দন
গল্প থাক শুধুই তোমার আমার।


আরো সংবাদ


premium cement