২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

বুকার ইন্টারন্যাশনালের লংলিস্টে ১২টি দেশের ১৩ বই

-

নোবেল পুরস্কারের পর সাহিত্যের সবচেয়ে মর্যাদাবান পুরস্কার বুকার। বুকার ও আন্তর্জাতিক বুকার পুরস্কার এ দু’ভাবে দেয়া হয় পুরস্কার। ২০২৩ সালের ইন্টরন্যাশনাল প্রাইজের দীর্ঘ তালিকা ঘোষণা করা হয়েছে সম্প্রতি। সঙ্গত কারণেই জল্পনা কল্পনা শুরু হয়েছে কে পাবেন? এ তালিকায় আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং লাতিন আমেরিকার বই রয়েছে। মনোনীত হওয়া সবচেয়ে বয়স্ক লেখকের বয়স ৮৯, প্রথমবারের মতো ইংরেজিতে লিখে স্থান পেয়েছেন তিনজন লেখক এবং ১১টি ভাষা থেকে অনুবাদ করা উপন্যাস রয়েছে। বিচারকদের প্যানেলের সভাপতি পুরস্কার বিজয়ী ফরাসি-মরোক্কান ঔপন্যাসিক লেইলা স্লিমানি। প্যানেলে ইউলিয়াম ব্ল্যাকারো রয়েছেন, যিনি ইউক্রেনীয় থেকে ব্রিটেনের অন্যতম প্রধান সাহিত্যিক অনুবাদক; আছেন বুকার-সংক্ষিপ্ত তালিকাভুক্ত মালয়েশিয়ান ঔপন্যাসিক ট্যান টোয়ান ইং; পারুল সেহগাল, নিউ ইয়র্কারের স্টাফ লেখক এবং সমালোচক; এবং ফ্রেডরিক স্টুডেম্যান, ফিন্যান্সিয়াল টাইমসের সাহিত্য সম্পাদক। বিচারকরা ১ মে, ২০২২ থেকে ৩০ এপ্রিল, ২০২৩-এর মধ্যে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত এন্ট্রি থেকে ইংরেজিতে অনুবাদ করা আন্তর্জাতিক কথাসাহিত্যের বই বেছে নিয়েছেন। যে বই, লেখক এবং অনুবাদক পুরস্কারটি পাবেন তা জানতে ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে ১৮ এপ্রিল ছয়টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে। ২৩ মে ২০২৩ তারিখে লন্ডনের স্কাই গার্ডেনে একটি অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। নিয়ম অনুসারে লেখক ও অনুবাদককে ৫০ হাজার পাউন্ড ভাগ করে দেয়া হয়। এবার দেখে নেয়া যাক লংলিস্টের তালিকা। এগুলো হলো : নাইনথ বিল্ডিং, এ সিস্টেম সো ম্যাগনিফিশেন্ট ইট ইজ ব্লাইন্ডিং, স্টিল বর্ন, পায়ার, হোয়াইল উই অয়্যার ড্রিমিং, দি বার্থ ডে পার্টি. জিমি হেনড্রিক্স লিভ ইন লাভিভ, ইজ মাদার ডেড, স্ট্যান্ডি হেভি, টাইম সেটলার, দি গসপেল একর্ডিং টু দি নিউ ওয়ার্লড. হোয়েল ও বোল্ডার। এবার বুলগেরিয়ান, কাতালান এবং তামিল ভাষায় লেখা বই প্রথম মনোনয়ন পেয়েছে। লেখক ও অনুবাদক হিসেবে আছেন স্বামী-স্ত্রী। আর ১২টি দেশের বই এতে রয়েছে। আছেন ইউক্রেনের অন্যতম বিখ্যাত লেখক, একজন চলচ্চিত্র পরিচালক, চারজন কবি, দু’জন প্রাক্তন নিরাপত্তারক্ষী এবং একজন লেখক যিনি নিজেকে ‘মৃত’ ঘোষণা করেছিলেন। কোরিয়ান রূপকথার উপাদান, ফ্রেঞ্চ হরর, ক্যারিবিয়ান গসপেল, ভারতীয় মেলোড্রামা, স্ক্যান্ডিনেভিয়ান সাগা এসব আছে।


আরো সংবাদ



premium cement