২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
মুস্তফা হাবীব

আমার আমি

-

প্রতি প্রত্যুষে মানুষ আপননগর ছেড়ে দূর পথে যায়
চোখে জ্বলে লোভ হিংসা মোহ আর রূপ রূপাঞ্জনা,
আমি মানুষের চোখে এসব বহুরূপের ব্যঞ্জনা দেখে
জীবন নগরে থমকে দাঁড়াই, আমি আমাতে থাকি না।

মানুষ মানুষের পথে বিছিয়ে দেয় কাঁটা, চাবুক মারে,
স্বার্থে একজন আরেক জনের বুকের ওপর দাঁড়ায়.
অমা অন্ধকারে লাশ বানায়, ফেলে রাখে পথে
দলিলে লিখে নেয় মাটির অধিকার, সুখী হতে চায়!

আমি এসব দেখে প্রতিনিয়ত বদল করি স্বপ্নের বাঁক
আমার উন্মোচিত পথে আমি একা হাঁটি সারাবেলা
না, আমার পথে ওসব কিছু নাই, তবুও কিছু স্বজন
বোধের অভাবে আমার প্রতিপক্ষ, ভুল ব্যাখ্যায় মগ্ন।

আমার কথাই বলছি, কিশোর থেকে আজ অবধি
কারো অনিষ্ট সাধনে ভাঙেনি সুস্থ ধারা, ছিলাম,
আছি এবং থাকব মানবকল্যাণে, মননশীলতায়;
নদী পথ হারায়, আমি থাকব অনড় সত্য সাধনায়।

চাই সুন্দরের সঙ্গে নিবিড় আলিঙ্গন, চাই সুখ অমৃত
কবিতায়, মসনদ চাই না,মসৃণ পথে হেঁটে যেতে চাই,
বিত্ত বৈভব চাই না,কখনো চাই না অলঙ্কার দামি;
স্রষ্টার ধ্যানে সমর্পিত হয়ে খুঁজে ফিরি আমার আমি।


আরো সংবাদ



premium cement