১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`
মুশফিরা মারিয়াম

আমি আর নেই

-

আমায় খোঁজো না আর আলোময় দিনে
কী লাভ আঁধার ঘেঁটে, সেতো শুধু মায়া,
ঘেঁটো নাকো ভুলে ভরা আলেয়ার আলো
অবুঝ হৃদয়ে কেন মিছে আবছায়া!

আমি বড় বেখেয়ালি, বোকাসোকা লোক
মলিন নামের পাশে জ্বলে না আলোক-
ব্যথাগুলো তুলে রাখি মেঘেদের খামে
আমার চোখের জলে বরষারা নামে।

তোমাদের মতো আমি বড় কেউ নই
আমি শুধু একফালি নীল অভিমান,
জানি নাকো ছলাকলা কিবা চতুরতা
জীবনে চলার পথে জানি নাতো ভান।

আমি তো দিনের শেষে শুধু ঝরা পাতা
ভুলের হিসেবে ভরা ছেঁড়া খেরোখাতা-
আঘাতে আঘাতে পুড়ে ছাই হয়ে যাই
খুঁজে দেখো আমি আর কোনোখানে নাই।


আরো সংবাদ



premium cement