২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
কাজী জুবেরী মোস্তাক

পূর্বপুরুষের বিদ্রোহ

-

এখনো বাতাসে আত্মত্যাগ, স্বপ্ন ও আকাক্সক্ষার নিঃশ্বাস বয়ে যাচ্ছে;
আজও আমাদের ক্ষত থেকে রক্তের স্রোত প্রবলভাবে প্রবাহিত হচ্ছে।
হার না মানা যোদ্ধাদের পায়ের ছাপ এখনো এ মাটিতে লেগে আছে;
আমাদের এত উন্নয়নের পেছনেও এক প্রজন্ম দুঃখ দাঁড়িয়ে আছে।
আমাদের এ জাতি আজও সোনালি ভবিষ্যতের স্বপ্নে বিভোর আছে ;
সেখানে এখনো সর্বজনীন মানুষদের আদিম কণ্ঠস্বর জেগে আছে।

এই আধুনিক শহরের পেছনে ইতিহাস নির্মাতাদের ঘাম লেগে আছে ;
স্বাধীনতা ও অধিকারের যুদ্ধের পেছনেও পূর্বপুরুষের বিদ্রোহ আছে।


আরো সংবাদ



premium cement