২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
গাজী গিয়াস উদ্দিন

তুমি আছো বলে

-

গাছ হলে কাজে লাগতাম
নদী হলে উপমা পেতাম,
মাটি হলে ফলত ফসল
আমি কি সৃষ্টির ছল?

আঁখিতো নয় থোকা ডালিম
হুরকে লজ্জিত করে,
তুমি আছো বলে এ জগৎ
পুষ্প ঝর্ণায় গেছে ভরে।

জোনাকিরা সমুদ্র চরে
গায় খেয়ালী,
তোমার পরশে শীত বসন্তে
ফুল ফোটাও তো মালী।


আরো সংবাদ



premium cement