২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
শেখ হামিদুল হক

রক্তে ভেজা

-

একাত্তর-এর বিভীষিকাময় সেই দিনগুলো ছিল দুঃস্বপ্নের,
প্রতিক্ষণ দানবীয় প্রহর কেটেছে দুঃসহ আতঙ্কে
বৈরী শকুনের বিষ নিঃশ্বাসে বিষাক্ত হয়েছিল
বাংলার মানচিত্র,
সোনার বাংলা ছিল যেন আতঙ্কের প্রাচীর
ঘেরা ঘুমন্ত নগরী

ভালোবাসা স্তব্ধ হয়ে যায় নিষ্ঠুর শ্বাপদের
বুটের আঘাতে
অসহায় মায়ের আকুতি ভরা বিলাপে পাষণ্ডের
হৃদয়ে কাঁপন জাগেনি
অবুঝ শিশুর কান্নায় রক্ষা পায়নি নারীত্ব

সে দিন রক্তাক্ত লাশের বুকে হাত রেখে গর্জে ওঠে
বাংলার সাহসী সন্তান
লাখো শহীদের রক্তে ভেজা স্বাধীনতার পতাকা ওড়ায়
দেশমাতৃকার বুকে

জয়ের আবেগ বুকে নিয়ে বিজয়ী সন্তান
আঁচল দিয়ে মায়ের চোখ মুছিয়ে বলে,
দেখো মা, স্বাধীন দেশে স্বাধীনতার পতাকা
কেমন পত পত করে উড়ছে।


আরো সংবাদ



premium cement