২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
ইদ্রিস আলী মেহেদী

স্রষ্টার আরশ অবধি

-

আমি ডুবতে পারি না ‘সুনামি’র স্রোতে জ্বলে-পুড়ে ভস্মীভূত হতে পারি না আগ্নেয়গিরির
গলিত লাভায়
নিশ্চিহ্ন হতে পারি না চলিষ্ণু সভ্যতাবহ থেকে; আমার এ দেহ মন আত্মা স্রষ্টা থেকে উদগত এ অসীম দানের বিনাশ নেই - প্রত্যাবর্তন ব্যতীত।
তথাকথিত সমাজ-সংসার আমাকে ক্রমাগত
করেছে প্রতারিত,
বঞ্চিত, লাঞ্ছিত এবং যুগপৎ লুণ্ঠিত -
তবু আমি বারংবার শিরদাঁড়ায় থাকি অবিচল।
কারণ আমি এখন কাউকে উন্মাদসম ভালোবাসি আমার আত্মায়-সত্তায় স্বকীয় উদ্ভাসনে
শুধু জয়গান গাই তারই সমীপে।
আমার সে সুগভীর প্রণয় গ্রোথিত-প্রোথিত
হয়ে গেছে
স্রষ্টার আরশ অবধি-আর কোনো পিছু টান নেই এবার সানন্দচিত্তে সত্যের হাত ধরে
পৌঁছে যাবো স্রষ্টার সন্নিকটে
আহা! শেষান্তে শুধু স্রষ্টারই সন্নিকটে।


আরো সংবাদ



premium cement