১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
শহিদ আজাদ

বাক্সবন্দী স্বপ্ন

-

বাক্সবন্দী স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল,
ডানা মেলে উড়লো না আর দূরের ঐ আকাশে,
শঙ্খ চিলের ডানার মতো ভাসলো না বাতাসে,
স্বপ্ন স্বপ্নই থেকে গিয়ে জীবন এলোমেলো।
স্বপ্ন পূরণের ইচ্ছেটা আর থাকল না মনে,
সে যেন হারিয়ে গেল কোন এক সুদূরে,
যন্ত্রণাতে দগ্ধ হলাম অন্তর পুড়ে পুড়ে,
এ জীবন কী বৃথাই যাবে ভাবি ক্ষণে ক্ষণে।

স্বপ্ন দেখা ভুলেই গেলাম অন্যায় চরাচরে,
সকল সত্য উবে গেছে আজ কর্পূরের মতো,
অসৎ পথে আনছে টাকা যতো পারে ততো,
স্বপ্নমাখা সেই দিনগুলো উড়ে গেল ঝড়ে।
এখন আর স্বপ্ন দেখি না স্বপ্নে ডুবে থাকি,
ডুব সাঁতারে ডুবে গিয়ে খুলি নাতো আঁখি।


আরো সংবাদ



premium cement