২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
রফিক হাসান

জোয়ার এসেছে

-

জোয়ার এসেছে নদী সমুদ্রে জোয়ার এসেছে মনে
সবুজ লেগেছে হলুদ পত্রে সবুজ লেগেছে বনে
উথলে উঠেছে ছোটবড় ঢেঊ আছড়ে পড়েছে তটে
তরুলতা সব ঝলমল করে শিহরণ জাগে বটে

উল্লাসে কাঁপে জনসমুদ্র উচ্ছ্বাসে ওঠে বান
সহস্র কণ্ঠে এক সুরে বলে দেশ ছেড়ে চলে যান
বাঁধার পাহাড় ডিঙিয়েছে ওরা করেছে রক্তে ¯œান
চোখে ঘুম নেই গুমখুন হোতাদের চেহারা ম্লান

কেউ এসেছে সাইকেলে চড়ে কেউবা দিয়েছে সাঁতার
কৃষক মজুর কামার কুমার এসেছে কাতারে কাতার
সারাদিন ধরে পথে পথে ঘুরে স্লোগান দিয়েছে যারা
তাদের চরণে পুষ্প ঝরেছে হেসেছে চন্দ্র তারা

কেটেছে কঠিন কুয়াশার দিন রাত্রির অবসান
নিকটে রঙিন স্বপ্নসুদিন যাত্রীর জয়োগান
গণমনে আজ খুশির আমেজ দারুণ মজার খবর
স্বৈরাচারের শিগগিরপতন হাতছানি দেয় কবর


আরো সংবাদ



premium cement