১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`
শাহীন ভূঞা

বাঁচার বিষাদ

-

জরাগ্রস্ত এ-পৃথিবী । দুঃখ শুধু ছুঁয়ে যায় কাছে
শিরায় সন্ধিতে তার দীর্ঘশ্বাস, বাঁচার বিষাদ
রক্তের গতির মধ্যে যেন তার বার্তা লেগে আছে
অস্থিচর্মে জেগে আছে গন্ধহীন হলুদের স্বাদ ।

মানুষের চোখ, মুখ, লোলজিহ্বা মুহূর্তে মলিন
পথে-পথে জেগে ওঠে হতাশার হিংস্র হাহাকার
এ দিকে দুর্ভিক্ষে দগ্ধ বুভুক্ষের প্রত্যেকটি দিন--
বিবর্ণ বাতাসে তাই লালা ঝরে ভীষণ ক্ষুধার ।

রক্তের কণার মাঝে ফণা তোলে নরকের সাপ
মানুষের অবয়ব ভিজে যায় শোকভরা জলে;
যেন বা মানুষ আজ শব, জাগতিক অভিশাপ,
কালের সমস্ত শোক বয়ে যায় সমস্ত অঞ্চলে ।

সমস্ত পৃথিবী জুড়ে দুঃখ, শোক, ব্যাধি হরদম
অসংখ্য অসুখে মরে পৃথিবীর প্রতিটি আদম ।


আরো সংবাদ



premium cement