২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

বুকার পুরস্কার ২০২২ : শর্ট লিস্টের ছয়টি বই

-

নোবেলের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাবান সাহিত্য পুরস্কার বুকার পুরস্কার। অক্টোবরের প্রথম সপ্তাহে জানা যাবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম। প্রথাগতভাবে এর পরপরই (১৭ অক্টোবর) ঘোষিত হবে বুকার জয়ীর নাম। পাঁচটি দেশের ছয়জন লেখক-লেখিকা আছেন এ তালিকায়। বই ও লেখক-লেখিকারদের পরিচয় : গ্লোরি- নোভিওলেত বুলাওয়ায়ো (জিম্বাবুয়ের লেখিকা, জন্ম ১৯৮১), ট্রেকল ওয়াকার- অ্যালান গার্নার (ব্রিটেন জন্ম ১৯২৪), দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা- শিহান করুণাতিলকা (শ্রীলঙ্কা, জন্ম ১৯৭৪), স্মল থিংস লাইক দিজ- ক্লেয়ার কিগান (আয়ারল্যান্ডের লেখিকা), দ্য ট্রিজু- পার্সিভাল এভারেট (আমেরিকান, জন্ম ১৯৫৬) এবং ওহ উইলিয়াম- এলিজাবেথ ট্রাউট (আমেরিকান লেখিকা, জন্ম ১৯৫৬)। ২০২২ সালের সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে অনেক কিছু বলছেন সমালোচকরা। ৬ সেপ্টেম্বর ঘোষিত তালিকাটির ফিনল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়া পর্যন্ত ইতিবাচক প্রেস কভারেজ হয়েছে। কে ৫০ হাজার পাউন্ডের পুরস্কার জিতবেন বলা কঠিন। বেশ কিছু সমালোচক বলছেন, সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে সংক্ষিপ্ততম দু’টি বই রয়েছে- অ্যালান গার্নারের ‘ট্র্যাকল ওয়াকার’ ও ক্লেয়ার কিগানের ‘স্মল থিংস লাইক দিজ’। এলিজাবেথ স্ট্রাউটের ‘ওহ উইলিয়াম’ সামান্য দীর্ঘ। নোভিওলেট বুলাওয়ায়োর ‘গ্লোরি’ তালিকার একমাত্র বই যা ৪০০ পৃষ্ঠার বেশি। সমালোচকরা বলছেন, ‘ছোট উপন্যাসগুলোর একটি দুর্দান্ত জিনিস হলো- সেগুলো আবার পড়া কোনো ব্যাপার নয়, কিন্তু দ্বিতীয়বার এই বইগুলোতে আরো বেশি কিছু পাবেন। ১৩টি বইয়ের দীর্ঘ তালিকা থেকে বাছাই করা ছয়টি বই-ই অভিজাত উপন্যাসের ধারায় পড়ে। ফলে এগুলো নিয়ে পক্ষপাতের অভিযোগ টেকেনি।’ বই সংক্ষিপ্ত কেন- এ প্রশ্নে অ্যালান গার্নার এক সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন, ‘গল্প বলার ধরন ছোট হয়ে আসছে। কেউ কেউ ২০২২ সালের নির্বাচনকে ‘শর্ট অ্যান্ড ফানি’ বলেছেন। বেশ কয়েকটি উপন্যাসে হাস্যরস রয়েছে, তাই এ মন্তব্য। ‘আর হাস্যরস এসেছে ইতিহাসের বেদনাদায়ক অধ্যায়গুলো আড়াল করার জন্য।’ হাস্যরসের বাইরে, ভাষ্যকাররা সামগ্রিকভাবে সংক্ষিপ্ত তালিকায় গভীরতা ও শক্তি খুঁজে পেয়েছেন। ম্যাক্স লিউ ছয়টি উপন্যাস পড়ার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘বইগুলো আমাকে সমসাময়িক জীবনের কোলাহল থেকে বের করে এনেছে এবং কী মানুষকে চালিত করে এবং সমাজকে সংজ্ঞায়িত করে তা নিয়ে ভাবতে উৎসাহিত করেছে।’ বুকার পুরস্কার-২০২২ এর বিচারক প্যানেলের অন্যতম সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত শাহিদা বারীর মতে- তালিকার সবচেয়ে মজার বইটি হতে পারে পার্সিভাল এভারেটের ‘দ্য ট্রিজ’। তিনি বলেন, সংক্ষিপ্ত তালিকার প্রতিটি বই সিরিয়াস প্রতিযোগী। আমি জানি না কীভাবে আমরা এই দুর্দান্ত ফাইনাল সিক্স থেকে একটি বিজয়ী বই বাছাই করব।’ কমিটির প্রধান হলেন লেখিকা-ইতিহাসবিদ নেইল ম্যাক গ্রেগর। অ্যাকাডেমিক-ব্রডকাস্টার শাহিদা বারী ছাড়া সদস্য হিসেবে আরো আছেন ইতিহাসবিদ হেলেন ক্যাস্টর, ঔপন্যাসিক এম জন হ্যারিসন ও কবি-ঔপন্যাসিক অ্যালেইন মাবাংকু।

 


আরো সংবাদ



premium cement