২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জোহরের আমি

-


কেন আমার সিজদা আমাকেই শূন্য করে উড়ে যায়?

ঠিক দুপুরবেলা শরতের শাদা-কালো-নীলের খেলা
যেন পাকুরের পাকা শিম
পলকা বাতাসে ঘুঙুরের মতো বাজছে।

আমার স্মৃতির পর্দা ফাটিয়ে দিয়ে রোদেলা বাতাস
আমাকে চ্যাংদোলা করে নিয়ে আসে
অক্টোবরের সকালে,
স্মৃতির বাথান থেকে-
আমার পুবের গ্রাম ঝনঝনিয়াকে দেখতে পাই আমি,
বাবার মতন গাঢ় প্রেমে, লোকশ্রুত নেতা তিনি
ইউনিয়নের বাতিঘর,
বাংলা ঘরের মতো মুখর সমাজ ও মানুষ
যেন শরতের উৎসবে মেতে আছে।

আমি নেমে আসি বাল্যকাল থেকে যৌবনের
খোলা প্রান্তরের সবুজ সংসারে
ধানকাটা হয়ে গেছে
তার ঘ্রাণ পড়ে আছে নাড়ার ছায়ায়,
তরতাজা ক্ষেতে হাডুডু খেলা করে কিশোরেরা,
মরা রোদের বিকেল
চঙ আর ফেইসক্যারা সাপা ঘুড়ির মতন
উড়তে উড়তে বো বো শব্দের সরোদ বাজায়, আর
সেই পড়ন্ত বিকেলে
গাছপালার ভেতর দিয়ে উঁকি মেরে
ঠাণ্ডা সন্ধ্যা হাসতে হাসতে চোখ মুদে ডুব দেয় অন্ধকারে
বার বারে এই খেলা
আমাদের ছেলেবেলা জুড়ে চলে!

শাদাকালো মেঘের ছায়া নিয়ে
আমি নেমে আসি
পৃথিবীর কাছে,
যেন ধরা পড়া নগর নায়ক!

 


আরো সংবাদ



premium cement