১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শামসুর রাহমান-এর কবিতা

শৈশবের বাতি-অলা আমাকে
জন্ম : ২৩ অক্টোবর ১৯২৯, মৃত্যু : ১৭ আগস্ট ২০০৬ -

সর্বাঙ্গে আঁধার মেখে কী করছ এখানে খোকন?
চিবুক ঠেকিয়ে হাতে, দৃষ্টি মেলে দূরে প্রতিক্ষণ
কী ভাবছ বসে?
হিজিবিজি কী আঁকছ? মানসাঙ্ক কষে
হিসাব মিলিয়ে নিচ্ছ? দেখছ কি কতটুকু খাদ
কতটুকু খাঁটি এই প্রাত্যহিকে, ভাবছ নিছাদ
ঘরে থাকা দায়, নাকি বইপত্রে ক্লান্ত মুখ চেকে
জীবনের পাঠশালা থেকে
পালানো চিন্তাগুলো ভ্রমরের মতো
মনের অলিন্দে শুধু ঘোরে অবিরত?

থাক, থাক-
মিথ্যে আর বাজিও না দুশ্চিন্তার চাক।
নীলের ফরাশে দ্যাখো বসেছে তারার মাইফেল আজো, শোনো
কী একটা পাখি ডেকে ওঠে, না-না হয়নি এখনো
অত বস্তাপচা এই সব। লজ্জার কিছু নেই,
দ্যাখো না খুঁটিয়ে সব, আর দ্যাখো এই,
লণ্ঠনের আলো, সম্মোহনে যার কল্পনার ওড়াতে ফানুস,
পোড়াতে আতশবাজি আনন্দের খুব,
আশ্চর্যের হ্রদে দিতে ডুব!
করেছ কামনা যাকে প্রতিদিন সন্ধেবেলা, আমি সেই আজব মানুষ।

তোমার পাড়ায় আজ বড় অন্ধকার। সম্ভবত
বাতিটা জ্বালাতে ভুলে গেছ, আমি অভ্যাসবশত
কেবলই আলোর কথা বলে ফেলি। মস্ত উজবুক
এ লোকটা- বলে দাও দ্বিধাহীন। ভয় নেই, দেখাব না মুখ
ভুলেও কস্মিনকালে। তোমরা কি অন্ধকার- প্রিয়?
চলি আমি, এই লণ্ঠনের আলো যে চায় তাকেই পৌঁছে দিও।।


আরো সংবাদ



premium cement