২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

মার্গারেটের নতুন প্রবন্ধের বই

-

কানাডার সেরা লেখিকা মার্গারেট অ্যাটউডের ছোট গল্পের একটি নতুন সংকলন, যেটিকে প্রকাশক অত্যন্ত ব্যক্তিগত বলে বর্ণনা করেছেন, আগামী বছরের শুরুতে প্রকাশিত হবে। এটি হবে ২০১৯-এ ‘দ্য টেস্টামেন্টস’-এর পর তার প্রথম কথাসাহিত্য গ্রন্থ। নতুন বই ‘ওল্ড বেবস ইন দ্য উড’ এ ১৫টি গল্প থাকবে, কিছু প্রথমবারের মতো প্রকাশিত। শিরোনাম গল্পটি পূর্বে নিউ ইয়র্কারে প্রকাশিত হয়েছিল এবং এটি একটি হ্রদের ধারে একটি পারিবারিক কেবিনে দুই বৃদ্ধ বোনের সম্পর্কে লেখা। প্রকাশক ভিনটেজ বলেছেন যে গল্পগুলো অভিজ্ঞতার বিবরণে ঠাসা। চরিত্রগুলোর মধ্যে ভালোবাসার নানা বিবরণ, তাদের রাগ অনুরাগ মানবিক আবেগ ইত্যাদির প্রকাশ ঘটেছে। কখনো কখনো মনে হবে পাঠক রূপকথার গল্প পড়ছেন। বইটি সম্পর্কে তার মত হচ্ছে a mixed bag, like life, মানে বইটি একটি মিশ্র ব্যাগ, জীবনের মতো। বুকার পুরস্কার বিজয়ী লেখিকা মার্গারেট অ্যাটউড বিশ্ব সাহিত্যে নামকরা লেখিকাদের একজন। তার শেষ বইটি ছিল ‘বার্নিং কোশ্চেন’, এ বছরের শুরুতে প্রকাশিত প্রবন্ধ সংগ্রহ। গার্ডিয়ানে বইটির সমালোচনা করে শাহিদা বারী বলেছিলেন যে- অ্যাটউড ফ্র্যা্কং, অনেষ্ট ও ভালো সঙ্গী’। ২০২০ সালে প্রকাশিত হয় তার কবিতার বই ‘ডিয়ারলি’। অ্যাটউডের শেষ উপন্যাস দ্য টেস্টামেন্টস, যেটি বার্নার্ডিন এভারিসটোর ‘গার্ল, ওমেন, আদার’ এর সাথে যৌথভাবে বুকার পুরস্কার জিতেছিল। এটি তার ১৯৮৫ সালের উপন্যাস ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ এর একটি সিক্যুয়াল, যা টেলিভিশন সিরিজে রূপান্তরিত হয়। ‘ওল্ড বেবস ইন দ্য উড’ প্রকাশ করছে ভিন্টেজ পাবলিশিং। মার্গারেটের জন্ম নভেম্বর ১৮, ১৯৩৯ এ। তিনি কবি, ঔপন্যাসিক, সাহিত্য সমালোচক, পরিবেশবাদী কর্মী । ১৯৬১ সাল থেকে সাহিত্যজীবন শুরু। তিনি ১৮টি কবিতার বই, ১৮টি উপন্যাস, ১১টি নন-ফিকশন বই, ৯টি ছোট গল্পের বই, আটটি শিশুতোষ বই এবং দুটি গ্রাফিক উপন্যাস লিখেছেন। বুকার ছাড়াও বহু পুরস্কার পেয়েছেন তিনি।

 


আরো সংবাদ



premium cement