২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নারী ও নক্ষত্র

-

মৃত নক্ষত্রের মতো মরে গেছ তুমি; বহু দিন
তোমাকে দেখি না হৃদয়ের আকাশে; ছিন্ন বীণার
মতো তাই কেটে গেছে আবেগের সুর। বেদনার
বহতা নদীর জোয়ারের জলে ভাসে সীমাহীন
সুপ্ত বাসনা; যদিও তোমার অদ্ভুত অবহেলা
ঘর ছাড়া করেছে আমায় বুদ্ধের মতোন, মনে
জ্বলে দীপাবলী, সিন্ধু সারসের ডানার স্বননে
ধ্যান ভেঙে দেখি, তুমি যেন দূরের ইয়ারেন্ডেলা।

শ্রাবণ পূর্ণিমার মতো চলে গেছ চকিতে দেখা
দিয়ে দূরে; জানি তুমি ভালোবাসনি, তবু তোমায়
বেসেছি ভালো। ঘন বর্ষার রাতে সব সীমারেখা
পেরিয়ে যায় প্রেমিকের মনবিগত প্রেম হায়,
ফিরে আসে জীবনের গোধূলি বেলায়। চিত্রলেখা,
তোমায় ঘিরে স্বপ্নগুলো আজও স্বপ্ন রয়ে যায়।

 

 


আরো সংবাদ



premium cement