২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আজমাইন ফায়েক আবির

-

অংকের চেয়ে আমার কবিতাই ভালো!
অন্তত সূত্রের আদিখ্যেতায় ফলাফলে
গণ্ডগোল তো বাঁধে না;
তবুও কবিতাজুড়ে কেবল ভুলেরই উপাখ্যান
অদৃষ্টের গোলযোগ;
বিচ্ছেদের উপন্যাস; সম্পর্কের ভুল
বিশ^াসের বিদ্রোহ; প্রণয়ের ভুল আজ-
এই চাইনিজ চোখ জোড়ায় ঘুম আসছে না কেনো?
ওহ্ আমিতো কবিতায় ছন্দের জায়গায়
সূত্র প্রয়োগ করে বসলাম!
প্রেম রচনার ছন্দে; সমীকরণে ভুল
যেন সন্ধ্যায় ফুটেছিল-ভোরের নির্দোষ ফুল
তারপর কবিতার চেয়ে অংক দামি হয়ে গেল
কারণ জীবনটা অংক আর
কবিতা জীবনের সমীকরণ
বিধাতা হয়তো মার্জনা দাও,
নয়তো দাও অংকের বক্ষে কবিতাদের মরণ।


আরো সংবাদ



premium cement