২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

তিস্তার অসুখ

-


ফারাক্কা বাঁধের জালে বেড়ে গেছে তিস্তার অস্খু
রৌদ্রঝরা দিন শেষে কেঁদে ওঠে ফসলের জমি,
নদীর করুণ শোকে শ্বাস ফেলে জলজ শুশুক
গঙ্গার পূজারী খোঁজে সভ্যতার প্রাণহীন মমী ।

গঙ্গা তো নদীর মাতা, সঞ্জীবনী জলের বাহার
শস্যের আহার দিয়ে ক্রমাগত বাড়ায় ফলন
ফারাক্কা বাঁধের জালে বন্ধ আজ শস্যের আহার
জনপদে শূন্যজল ... বালুকণা জলের দ্রবণ ।

খরা এই নদীজলে বলো নারী আর কতকাল
আমরা সিনান করি, মিল গড়ি পঙ্ক্তির চয়ন;
শুকায় দিঘির জল, মরে গেছে সতেজ মৃণাল
খেলে না এ-নদী জলে উদ্বেলিত সতেজ যৌবন ।

খরা মরা নদী পথে... তুমি নারী উড়াও আঁচল
খরার ফাটল বেয়ে আবার নামুক ভরা জল ।


আরো সংবাদ



premium cement