২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বানভাসিদের করুণ আর্তনাদ

-


“তিন দিন ধইরা দানাপানি
পেটে কিছু পড়ে নাই।
কেউ তেরান লইয়া আসুক।”
শিশু কোলে কোমর ভেজা পানিতে
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
ক্ষুব্ধ বাতাসেরা তেড়ে আসে
বিবেকের কোষগুলোকে ধোলাই করে।
ওদের চোখের লোনা পানি মিশে
বন্যার জলতো আরো ঘোলাটে।
শুকনো হৃদয়, ভেজা শরীর।
শিশুরা কাঁপছে। ক্ষুধার জ্বালা।
কালো মেঘেরা গর্জে ওঠে বারবার।
প্রবল স্রোতের টানে ভেসে গেছে কত রহিমা।
ঘরবাড়ি পশুপাখি ফসল সবকিছু ।
কি অসীম নিঃস্ব আজ ওরা!
আমাদের হৃদয়গুলো ঢেলে দেয়ার এখনই সময়।
ষোল কোটি আমরা আরো তৎপর হই।
ওদের পাশে শক্তভাবে দাঁড়াতেই হবে।
নইলে পেট ভর্তি সাপ বিচ্ছু নিয়ে
হাশরে সবার সামনে উঠতে হবে।
সোনাদানা উত্তপ্ত করে করে
চোখেমুখে পিঠে দাগের যন্ত্রণা সইতে হবে।
হায় আল্লাহ! আমার শব্দেরা জর্জরিত।
কলম কাঁপছে। কি সীমাহীন কষ্ট ওদের!
হৃদয়ের রক্তক্ষরণে ক্লান্ত আমি
বিবেক ধূসরিত। ওদের বাঁচাতেই হবে।
ক্ষুধার জ্বালা খাবার পানি


মাথা গোঁজার ব্যবস্থায় আর দেরি নয়।
ষোল কোটি আমরা আবার মুখরিত হই সেবায়।
সরকারি-বেসরকারি সব মহল থেকে
দু-তিন দিনের বেতন ওদের কিংবা আরো বেশি
আরো কিছু ওই বানভাসিদের জন্যে দেই।
দেশে বিদেশে আমাদের যারা আছেন
তাদের সহযোগিতা এখন সময়ের প্রধান দাবি।
করোনার শিক্ষা ভুলি কেমনে?
হে রব- তুমি হতাশ হতে বারণ করেছো।
একপাশে রোহিঙ্গার ঢল
অন্যপাশ থেকে প্রবল স্রোতে ভাসানোর জল।
আমাদের ধৈর্য ধরে মোকাবেলার শক্তি দাও।
কলম মিডিয়া জাতিসঙ্ঘে আন্তর্জাতিক চাপ
প্রয়োগসহ যা কিছু প্রয়োজন।
যে যেভাবেই পারেন এক সাথে মিলেমিশে
কাজ করার এখনই সময়।
নইলে ঘটবে মারাত্মক মানবিক বিপর্যয়।
সব রকম সাহায্য করো ওগো দয়াময়।

 


আরো সংবাদ



premium cement
আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

সকল