২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

অস্ট্রেলিয়ার মাইলস ফ্র্যাঙ্কলিন পুরস্কারের শর্টলিস্ট

-

অস্ট্রেলিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার মাইলস ফ্র্যাঙ্কলিন পুরস্কার ২০২২ এর শর্টলিস্ট ঘোষণা করা হয়েছে। ৫টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা ২৩ জুন অনলাইনে ঘোষণা করা হয়। ৬০ হাজার ডলার মূল্যমানের পুরস্কারটি সর্বোচ্চ মানসম্পন্ন বইকে দেয়া হয় যা অস্ট্রেলিয়ার মানুষের জীবনকে উপস্থাপন করে। এ বছরের সংক্ষিপ্ত তালিকাভুক্ত লেখকদের মধ্যে একজন লেখক রয়েছেন যার উপন্যাসটি অসংখ্য প্রকাশক প্রত্যাখ্যান করেছিলেন। পরে তিনি নিজেই তা বের করেন। আছেন পূর্ববর্তী মাইলস ফ্র্যাঙ্কলিন বিজয়ী একজন এবং বাকি তিনজন প্রতিষ্ঠিত লেখক। পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া পাঁচটি বই হলো : মাইকেল মোহাম্মদ আহমাদের ‘দি আদার হাফ অফ ইউ’, মিশেলি ডি ক্রেটসারের ‘স্কারি মনস্টারস’, জেনিফার ডাউনের ‘বডিস অব লাইট’, এলিস পাং এর ‘ওয়ান হান্ড্রেড ডেজ ও মাইকেল উইক্লারের ‘গ্রিমিশ’। শর্টলিস্টভুক্ত সবাই পাবেন পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে। কপিরাইট এজেন্সির প্রধান নির্বাহী জোসেফাইন জনস্টন বলেছেন : This year’s Miles Franklin Literary Award shortlist showcases some of our most talented and respected writers whose vibrant voices inspire and challenge our views of Australian life.- এ বছর শর্টলিস্টে এমন অত্যন্ত প্রতিভাবান ও সম্মানিত লেখকরা আছেন যাদের ভাইব্রেন্ট ভয়েস আমাদের অস্ট্রেলিয়ার দৃষ্টিভঙ্গিকে একদিকে উৎসাহিত করে অন্য দিকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে। আদার হাফ অব ইউ মাইকেল মোহাম্মদ আহমেদের ওয়েস্টার্ন সিডনি ট্রিলজির সর্বশেষ বই। এখানে অস্ট্রেলিয়ায় জাতি এবং ধর্মের বিস্ফোরক ঘনিষ্ঠতায় পাঠককে নিয়ে যায়। মিশেলি ক্রেটসারের স্কারি মনস্টারস একটি মজাদার, সতর্কতার সাথে প্রত্যক্ষ করা এবং সাহসীভাবে কল্পনাপ্রসূত কাজ যা বর্ণবাদ, বয়সবাদ এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বক্তব্য নিয়ে হাজির হয়েছে। এটা ক্রেটসারের সপ্তম উপন্যাস। বডিস অব লাইট উপন্যাসে জেনিফার ডাউন অসহ্য যন্ত্রণা এবং ক্ষতির মধ্য থেকে উঠে আসা একজনের প্রায় অসম্ভব পুনর্জন্মের গল্প বলেছেন। ওয়ান হান্ড্রেড ডেস এ এলিস পাং লিঙ্গ, জাতি এবং শ্রেণীর সীমানা উন্মোচন করতে এবং নিজেদের জন্য তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার চেষ্টা করার জন্য মেয়েদের সংস্থাগুলোকে সূক্ষ্মভাবে অন্বেষণ করেছেন। উপন্যাসটি ১৬ বছর বয়সী মেয়ে করুণার পিতা-মাতার বিবাহবিচ্ছেদের পরের জীবনের গল্প। গ্রিমিশ উপন্যাসে মাইকেল উইক্লার জীবনের আবসার্ডিটি ও ট্র্যাজেডিকে তুলে এনেছেন, যা পাঠককে নতুন আস্বাদ দেয়। কে পাবেন পুরস্কার এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। আগামী ২০ জুলাই বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এস্টেট অব মাইলস ফ্র্যাঙ্কলিন পুরস্কারের স্পন্সর। অস্ট্রেলিয়ার নামকরা লেখিকা মাইলস ফ্র্যাঙ্কলিনের নামে এ পুরস্কার দেয়া হয়। তিনি এ পুরস্কার দেয়ার জন্য তার সম্পদ দান করে গেছেন। ১৯৫৭ সাল থেকে প্রতি বছর দেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement
ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর কালিয়াকৈরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী বাবা-ছেলে আহত কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ রাশিয়ার ২৬টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের উত্তর কোরিয়ার সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র মাগুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু মিয়ানমারে সামরিক বাহিনী ‘অস্থায়ীভাবে’ ক্ষমতায় রয়েছে : জান্তা প্রধান গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত উত্তরপ্রদেশে কারাগারে মুসলিম রাজনীতিবিদের মৃত্যু : ছেলের অভিযোগ বিষপ্রয়োগের দক্ষিণ আফ্রিকায় বাস খাদে, নিহত ৪৫, বাঁচল একটি শিশু ইসরাইলের রাফা অভিযান পরিকল্পনা স্থগিত

সকল