২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

আন্তর্জাতিক বুকার পুরস্কারের শর্টলিস্ট

-

আন্তর্জাতিক বুকার পুরস্কারের শর্টলিস্ট ঘোষণা করা হয়েছে। ব্রিটেনের এই মর্যাদাবান পুরস্কারের জন্য যে ছয়টি বই বেছে নেয়া হয়েছে তার মধ্যে বিতর্কিত বইও রয়েছে বলে সমালোচকরা বলছেন। বিশ্বের বিভিন্ন দেশের কথাসাহিত্য যা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে তা এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। সংক্ষিপ্ত তালিকায় আছেন সাহিত্যে নোবেল বিজয়ী পোল্যান্ডের লেখিকা ওলগা টোকারজুক, তার ১৮ শতকের কাহিনী নিয়ে লেখা উপন্যাস ‘দ্য বুকস অব জ্যাকব’ এর জন্য। এটি অনুবাদ করেছেন জেনিফার ক্রফট, প্রকাশক ফিজকারাল্ডো এডিশনস। লন্ডন বুক ফেয়ারে পুরস্কারের বিচারকমণ্ডলীর প্রধান ফ্র্যাঙ্ক উইন গত ৭ এপ্রিল এই ঘোষণা দেন। এ বছর নারী লেখকদের প্রাধান্য রয়েছে, ছয়জনের মধ্যে পাঁচজন নারী এবং প্রথমবারের মতো একটি হিন্দি শিরোনাম অন্তর্ভুক্ত হয়েছে। বাকি বইগুলো হচ্ছে- কোরিয়ান লেখিকা বোরা চুংয়ের ‘ক্রাসড বানি’, এটি অনুবাদ করেছেন এন্টন হার এবং প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা হনফোর্ড স্টার। রয়েছে নরওয়ের লেখক জন ফসের ‘এ নিউ নেম : সেপ্টোলজি সিক্স-সেভেন’, অনুবাদক ড্যামিওন সার্লস, প্রকাশক ফিজকারাল্ডো, জাপানি লেখিকা মিকো কাওয়াকামির ‘হেভেন’, অনুবাদক স্যাম বাট ও ডেভিড বয়েড, প্রকাশক প্যানম্যাকমিলান, পিকাডোর, আর্জেন্টিনার লেখিকা কডিয়া পিনেইরোর ‘এলিনা নোজ’, অনুবাদক ফ্রান্সেস রিডলেম, প্রকাশক চারকো প্রেস এবং ভারতের লেখিকা গীতাঞ্জলি শ্রীর ‘টম্ব অব স্যান্ড’, অনুবাদক ডেইজি রকওয়েল, প্রকাশক টিলটেড এক্সি প্রেস। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড মূল লেখক-লেখিকা ও অনুবাদকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে। ২০২২ সালে প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকাভুক্ত লেখক ও অনুবাদক প্রত্যেকে দুই হাজার ৫০০ পাউন্ড করে পাবেন, যা আগের বছরগুলোতে ছিল এক হাজার পাউন্ড। এর ফলে পুরস্কারের মোট মূল্য দাঁড়াচ্ছে ৮০ হাজার পাউন্ড। বাছাই করা ছয়টি বই ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছে, তালিকায় তিনটি মহাদেশের প্রতিনিধিত্ব রয়েছে। বিচারকমণ্ডলীতে ছিলেন অনুবাদক ফ্র্যাঙ্ক উইন (চেয়ারপারসন), লেখক ও একাডেমিক মার্ভ এমরি, লেখক ও আইনজীবী পেটিনা গাপ্পাহ, লেখক, কৌতুক অভিনেতা এবং টিভি-রেডিও-পডকাস্ট উপস্থাপক ভিভ গ্রোস্কোপ এবং অনুবাদক ও লেখক জেরেমি তিয়াং। এ বছর বিচারকরা ১৩৫টি বই বিবেচনা করেছেন, এটি একটি রেকর্ড । বিজয়ীর নাম আগামী ২৬ মে লন্ডনের ওয়ান মেরিলিবোনে একটি অনুষ্ঠানে ঘোষণা করা হবে। মূল বুকার পুরস্কারের পাশাপাশি প্রতি বছর বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ দেয়া হয়ে থাকে। নোবেলের পর বুকার পুরস্কার বিশ^ সাহিত্যাঙ্গনের মর্যাদাবান পুরস্কার হিসেবে স্বীকৃত। ১৯৬৯ সাল থেকে বুকার পুরস্কার দেয়া হচ্ছে। বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ চালু হয় ২০০৫ সালে। এবারের ইন্টারন্যাশনাল প্রাইজ কে পাবেন তা নিয়ে জল্পনা কল্পনা ইতোমধ্যে শুরু হয়েছে।

 


আরো সংবাদ



premium cement