২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

ন্যাট ওগলের উপন্যাসে নতুনত্ব

-

ব্রিটিশ লেখক ন্যাট ওগলের প্রথম উপন্যাস ‘ইন দ্য সিয়িং হ্যান্ডস অব আদার্স’ একটি ব্যতিক্রমী উপনাস হিসেবে পাঠকের দৃষ্টি কেড়েছে। কী আছে এই উপন্যাসে? এটি কোরিনা নামের এক তরুণী নার্সের কাহিনী। সে যখন লন্ডনের গাইস ও সেন্ট থমাস হাসপাতালে কর্মরত, তখন সে তার রোগীদের খুবই যত্ন নিত। যখন সে কাজ করত না, তখন তার মায়ের যত্ন নিত, যিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ খারাপ অবস্থায় ছিলেন। এর মধ্যে কোরিনা চেষ্টা করছে যৌন সহিংসতার একটি বাজে অভিজ্ঞতার কথা ভুলে থাকতে কিন্তু প্রায়ই ব্যর্থ হচ্ছে। উপন্যাসটি সাধারণ গদ্যের ভাষায় উপস্থাপন করা হয়নি, শিল্পসুষমামণ্ডিত ফ্লাস ব্যাকের চেয়ে এসেছে জ্যাগড বা অমসৃণ উপাদান। গল্পের প্রধান অংশটি ২০১৬ সালে কোরিনার লেখা একটি ব্লগের পোস্ট থেকে তুলে আনা। উপন্যাসের আরেক চরিত্র ক্যামেরন। কোরিনা তারই শিকার।
ক্যামেরনের কম্পিউটারে পাওয়া নাটকের একটি খণ্ড তাকে অবাক করে। এটি একজন শিক্ষিকা এবং একটি ১৫ বছর বয়সী ছেলের কথোপকথন যারা কোনো ধরনের যৌন সম্পর্কে লিপ্ত। শিক্ষিকা তা ভাঙার চেষ্টা করলে ছেলেটি তাকে ব্ল্যাকমেইল করে। কোরিনা ক্যামেরনকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল, যেখানে সে বিছানায় যাওয়ার পর কোরিনার ওপর হামলা করে। কোরিনা মদ্যপান করেছিল। পরে সে স্নান করে এবং তার চাদর ধুয়ে প্রমাণ নষ্ট করে। দেখা যাচ্ছে ক্যামেরন একজন নিখুঁত ভিলেন। ওগলের বইয়ের প্রকাশক উপন্যাসটিকে টক্সিক ম্যাসকুলিনিসিটি বা ‘বিষাক্ত পুরুষত্ব’ হিসেবে ট্যাগ করেছেন, তবে বিষাক্ত পুরুষত্ব সম্পর্কে গল্পগুলোর সমস্যা হলো যে, এগুলো নৈতিক স্কিমা দিয়ে শুরু হয়, সেক্স ক্রিমিনালদের প্রতি এখানে কোনো সহানুভূতি থাকে না। বেশির ভাগ ধর্ষক নিজেদেরকে ক্ষতিকর এলিমেন্ট হিসেবে দেখে না; তারা মনে করে তারা ভুল বোঝাবুঝির শিকার। উপন্যাসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো- ওগলে মানব দুর্বলতার সন্ত্রাস এবং করুণার দিকটি সম্পর্কে লিখেছেন। কোরিনা তার ব্লগে লিখেছে- “ভালোবাসা, যেখানে দু’টি ক্ষত একে অপরকে চাপা দেয় আর একটি ক্ষত অন্য ক্ষতের জন্য এক ধরনের গজ হয়ে দেখা দেয়।” এই গজ ব্যান্ডেজ নিয়েই একজন নার্সের কাজ। উপন্যাসটিতে একটি ডিসগাস্টিং চিত্র ফুটে উঠেছে, এটি সুন্দরও, যার স্টিকি বা উষ্ণ ও আর্দ্র কেন্দ্রে একটি জটিল সত্যও রয়েছে। ন্যাট ওগলে ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের ইংরেজি সাহিত্য ও আমেরিকান স্টাডিজের একজন অধ্যাপক।


আরো সংবাদ



premium cement