২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পুরনো পৃষ্ঠায়...

-


পুরনো পৃষ্ঠা যাপনের স্মৃতিময় ধুলো ওড়ায়,
বেহাগের স্বরলিপি কিছু লেখা ছিলো...
লেখা ছিলো বিয়োগান্ত নাটকের পটভূমি,
অমীমাংসিত সব অঙ্ক।

নোনা জলের গভীর দাগে দাগে অসহায় প্রার্থনার ধ্বনি।
মাটির উন্মোচিত বুকে ঝরে পড়া মুখগুলো ধূসর রঙে আঁকা।

কোথাও বাজি ফোটে রংফানুস ওড়ে...
আকাশের পৃষ্ঠায় বিষাদ ঢাকার নব উল্লাস।
সতীর্থ সব আলগা বাঁধনে
ছলকে ওঠে পানপাত্রে বুদ্বুুদের বিলাস,
ঝাড়বাতি আর আতোসে উদ্দাম সংস্কৃতির শ্লোক।
অনিশ্চয়তায় আর একটা পাতা উল্টাই
দিগন্তে নব ভোর আগমনের ক্ষীণ আলো...
পুরনো সব সন্তর্পণে আগলে রেখে!
নতুন পৃষ্ঠায় প্রত্যাশার ক্ষতবিক্ষত চোখ রাখি...।


আরো সংবাদ



premium cement