২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

হ্যারি পটার প্রথম সংস্করণের রেকর্ড বিক্রি

হ্যারি পটার প্রথম সংস্করণের রেকর্ড বিক্রি -

ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের বিশ^ব্যাপী বেস্ট সেলার বই ‘হ্যারি পটার সিরিজ’। এই বই একদিকে যেমন বেস্ট সেলার হয়েছে, অন্য দিকে বইয়ের দুনিয়ায় সৃষ্টি করেছে নতুন ইতিহাস। এই বই লিখে লেখক-লেখিকাদের মধ্যে সবচেয়ে বেশি অর্থবিত্তের মালিক হয়েছেন রাউলিং। সম্প্রতি ‘হ্যারি পটার’-এর প্রথম সংস্করণের একটি কপি মার্কিন যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৭১ হাজার ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশী মুদ্রায় চার কোটি ৩৫ হাজার টাকা। এটিও একটি রেকর্ড। নিলামকারীরা বলেছে, দুই শতকের কথাসাহিত্যের কোনো কাজের জন্য এটি একটি বিশ্বরেকর্ড মূল্য। কভারে একটি রঙিন চিত্রসহ ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’-এর হার্ডব্যাক ১৯৯৭ ব্রিটিশ সংস্করণটিকে হেরিটেজ অকশনস বলেছে, ‘জাদুকরি প্রভাবযুক্ত বা ম্যাজিক্যাল, অবিশ্বাস্যভাবে উজ্জ্বল এবং সো নিয়ার প্রিস্টাইন। বাংলায় বলা যায় আদিমের খুব কাছাকাছি।’ বইটি মার্কিন যুক্তরাষ্ট্রে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন’ নামে প্রকাশিত হয়েছিল। ডালাস-ভিত্তিক নিলাম হাউজ বলেছে, নির্দিষ্ট বাঁধাইসহ বইটির মাত্র ৫০০ কপি মুদ্রিত হয়েছিল। নিলামে অধিক মূল্য পাওয়া বইটি ৭০ হাজার ডলারে বিক্রি হবে বলে অনুমান করা হলেও সেই অনুমানের ছয় গুণেরও বেশি দামে এটি বিক্রি হয়েছে। হ্যারি পটারের প্রথম সংস্করণের পূর্ববর্তী নিলামের মূল্য ছিল এক লাখ ১০ হাজার থেকে এক লাখ ৩৮ হাজার ডলার পর্যন্ত। হেরিটেজ অকশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জো ম্যাডালেনা বলেছেন, ‘এটি এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল হ্যারি পটার বই-ই নয়, এটি ২০ শতকের বাণিজ্যিকভাবে প্রকাশিত কল্পকাহিনীর সবচেয়ে ব্যয়বহুল সাহিত্যকর্ম।’ রয়টার্সের সাংবাদিক জিল সার্জেন্টের বরাত দিয়ে জাকার্তা পোস্টের লিসা শুমাকার জানাচ্ছেন, বইটি একজন আমেরিকান সংগ্রাহক বিক্রি করেন এবং ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। জে কে রাউলিং এতিম এক জাদুকর ছেলের দুঃসাহসিক কাহিনী নিয়ে আরো ছয়টি বই লিখেছিলেন যা ৮০টি ভাষায় বিশ্বব্যাপী প্রায় ৫০০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। বইগুলোকে নিয়ে আটটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, যা বিশ্বব্যাপী বক্স অফিসে ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার আয় করেছে।

 


আরো সংবাদ



premium cement