২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বৃন্দাবনী সারং ও সারেং

-

হে অসামান্য রাজপাট পরিচালনায় পারদর্শী সম্রাজ্ঞী ক্লিওপেট্রা বিদূষী সৌন্দর্যের দেবী নূরজাহান। সুরের ঝর্ণাধারা আঙুরবালা, কমলা ঝরিয়ভ বেগম আখতার।
নির্জন দুপুরে তোমার সুনসান প্রাসাদের একাকী মগ্ন বৈঠকে ডুবে থাকো বৃন্দাবনী সারং এ তোমার রাজকীয় ঠাঁট সব সময়ই কাফি সেখানে জন্মের অশুদ্ধতা স্বরের মাধুর্যহীনতা। আর মেধা শূন্যতার জন্য আরোহণ কিংবা অবরোহণ কোথাও গাধার স্থান নেই।
কখনো কখনো মনে হয়। বহুদূর সমুদ্রের জলের ওপর পদ্মপাতার মতো ভাসছে তোমার জলসা। শুধু সিন্দাবাদের মতো অভিজাত মেধাবী সারেং সেই সবুজ দ্বীপের খবর রাখে।
সুরের মূর্ছনা যখন তোমার প্রাসাদে ধীরে ধীরে ভাতঘুম নেমে আসে প্রাসাদ থেকে বহুদূরে একটি স্নান সারেঙ্গী নিয়ে তোমার সুরের মায়াজালের মর্যাদা ক্ষুণ্ণ না করে পিতৃস্নেহে সঙ্গত করার চেষ্টা করি অনাধুনিক নির্মাণশৈলী অস্ফুট স্বরে অপত্য স্নেহের ছায়া নিয়ে অতিক্রম করে পরিশীলিত হয়ে তোমার সুরের প্রাসাদ স্পর্শ করার বাসনায় নীরবে নিভৃতে কুরে-কুরে মরি।


আরো সংবাদ



premium cement