২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সুগন্ধী ধানের গন্ধে

-


সুগন্ধী ধানের গন্ধে ভরে ওঠে আমার এ-মন।
একদিন বাতাসও ছুটে এসে নাসিকার তলে
সুগন্ধী ধানের মাঠে আমাকে ছুটতে শুধু বলে,
তারপর সেই মাঠে হেঁটে যাই মেঘের মতন।

সুগন্ধী ধানের গন্ধ ছুঁয়ে গেছে কিশোরীর মন।
প্রথম প্রেমিক হয়ে- যেমন ননীর ঢেউ-তলে
সকলে বিহ্বল হয়- পৃথিবীর শেষ গল্প বলে
আমিও মদির হই ধানগন্ধ;-- এমন উন্মন।

কোথাও বাতাস বয়, আবারও কোথাও সুবাস
নিরন্তর ভরে তুলে ভোরে, রাতে, আমার হৃদয়
সুগন্ধীর মতো ভরে; নক্ষত্রের রাতের আকাশ
ছেয়ে যায় সেই গন্ধে; সে-ধানের সুগন্ধ কি নয়?
নিরন্তর এই গন্ধে দগ্ধ বুকে শান্তি জেগে রয়
মাঠের এ-ধানে যেন জেগে ওঠে এই চার পাশ।


আরো সংবাদ



premium cement