২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মানুষ ভীষণ একা

-


এই যে আমার ভালোবাসার নদী
আবেগ ঝড়ে উতলে ওঠা মন,
মিছিমিছি বুকের ভেতর সদাই
ছলকে ওঠে মায়ার প্রস্রবণ।
এই যে অমন বৃষ্টিস্নাত চোখ,
মরতে বসেও যাদের কথা ভাবি-
তারা কি কেউ সত্যি আমার ছিল!
নাকি সবই নিছক মনের দাবি।
এই যে আমার স্বপ্ন ফুলের মালা -
দিন ফুরোতেই মলিন হয়ে যায়,
অথচ কি নিখুঁত করে গাঁথি
স্বপ্ন বলে আমার কিসের দায়।
দিনের শেষে ক্লান্ত বসে ভাবি -
এই যে আমি; আমার ছিলেম কবে,
পৃথিবীটাই মিথ্যে মরীচিকা,
পথ চলেছি ভীষণ অসম্ভবে।
এই যে অমন ভালোবাসার সুখে
ব্যাকুল প্রেমে বিবশ হওয়া হৃদ,
কারো শোকে তপ্ত দু’চোখ আহা
অশ্রুজলে হারায় সুখের নিদ।
তুচ্ছ অবুঝ ভালোবাসার চর -
দিনের শেষে ঝাপসা চোখে দেখি,
খুব নীরবে লুকোই দুখের মেঘ-
গোধূলিতে সবই কেমন মেকি।
আলোছায়ায় নিজের সাথেই নিজের
হয় কি কভু মুখোমুখি দেখা?
জীবন আমায় প্রতিটি ক্ষণ শেখায়
এই ভুবনে মানুষ ভীষণ একা।

 


আরো সংবাদ



premium cement