১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

গুচ্ছ কবিতা

-


দৃষ্টির ক্ষীণতা

দৃশ্যমানতার কিঞ্চিৎ তাৎপর্যে বেহুঁশ হতে নেই...
অহমিকা! সে তো কেবল মুখেরই আস্ফালনÑ
সত্তার নিগূঢ়ে যে অমর সত্তার বিচরণ
অনুধাবনের ইলমে, কেউ কি দীপ্তিমান!
দেহযুক্ত রেটিনায় তার কি ঘটে কোনো ছায়াপাত!

শত শত আলোকবর্ষ দূরের নীহারিকায়
বুদ্ধিদীপ্ত কোনো ‘এলিয়েন’ কী দিতে পারে তার
গ্রিন সিগনাল!
‘নাসা’র কোনো অ্যাস্ট্রোনটের ঝুলিতে কী আছে
গবেষণালব্ধ মৌলিক তথ্যভাণ্ডার!

সমান্তরাল দু’টি চোখ পায়নি স্বকীয় সন্ধান
অজস্র প্রহরের অগুনতি মৌসুমে কত বর্ণের
পুষ্পরাজি ফোটে মিলিয়ে গেছে রঙধনুর সাতরাজ্যে
বয়ে গেছে প্রাগৈতিহাসিক ঝড়-বন্যার কালো রাত;
দুর্ভিক্ষ-মহামারী আর চেঙ্গিস-হালাকুখানের
প্রভাব-প্রতাপ।
আজ অবধি নিমিষেই করতে পারোনি দৃষ্টিপাত
সমন্বয়হীন সেই চোখে দেখে, বুঝে-শুনে বিভেদ
করো যত অসঙ্গত জাতপাত!


ঘূর্ণিতে চূর্ণিত চমক জীবন

শূন্য মাঠে গোল হলেও
পেলে-ম্যারাডোনার খেলার ছন্দে
বাতাসে ভাসে না সুরালয়;
এমনি এমনি হয় না বিশেষণ,
ঝুলিতে থাকতে হয় দোষ-গুণের সমাহার।

বিশেষত্বে ঘাটতি হলেই সব চুরমার;
অথচ, প্রয়োজনে ‘কিং কোবরা’র হিংস্রতাকে
জানাই স্বাগত
মিতালি করতেও নেই দ্বিধাবোধ;
জঘন্য বলয় ঘূর্ণিতে চূর্ণিত চমক জীবন।
আজকাল বন্ধু-স্বজন সবই আপেক্ষিক
সেবা প্রদান কমতি হলে
স্বার্থের ব্যাঘাত ঘটলেই
বাবা-মা কিংবা ঔরসজাত সন্তানও বেঁকে বসে
ক্ষেত্রবিশেষ ঘটে প্রাণসংহার।
সময়ের চোরাবালিতে কখন যে কে আটকে
পড়ি জানি না
হাতের মুঠোয় জানটা নিয়ে ছুটছি কেবল ঊর্ধ্বশ্বাসে


দ্বৈত সত্তার আলাপন

না চাইতেই মিশে যাও সত্তার সাথে
রাতের আঁধার ছিড়ে যুক্ত রও-থাকো প্রাতে।

অনুভবে প্রতিক্ষণে দোলা দিয়ে যাও
মানো না ঝড়-বৃষ্টি কিংবা দখিনা বাও।

আমি চাই না ক্ষরিত হতে-চাই না দহন।
চাই না অঙ্কুুরোধগম হতেÑ না চাই স্ফুরণ।

অব্যয়ের বৃত্তে চক্র আমার অব্যয়েই রই দীপ্ত
অহেতুক দুর্বারতায় চাইনা হতে তৃপ্ত।

সময়ের স্রোতে নেই মহাজাগতিক টান
প্রাচীন প্রথায় অকৃত্তিমতায় চলছে আমার যান।

আমি নই তোমাদের মতো কৃত্তিমতার ফানুস
মানুষ হতে পারিনি ঠিকÑ তবে নই অমানুষ।

আস্থার এই পিরামিডে ধরেনি এখনো ফাটল
আমৃত্যু এমনই রবে-রবে এমনই অটল।
তবু কেন উকি-ঝুঁকি এমন গোপন অভিসার
পাই না খুঁজে মর্ম-তত্ত্ব কিসের এ সারাৎসার!

সত্তার সাথে সত্তার এ কেমন আনাড়িপনা
রৌদ্র-দগ্ধ কঠিন সময়ে এ কেমন আলপনা!

এখনো কি হয়নি সময় সমঝোতা-চুক্তি!
এখনো কি হয়নি সময় মিলন কিংবা মুক্তি!


দুঃখগুলো

দুঃখগুলো আজ শিল্পোত্তীর্ণ
পিকাসোর দামি শিল্পকর্মটিও বড় ম্লান,
নি®প্রভতায় উদাসীন চেয়ে থাকে।
দুঃখগুলো আজ কালজয়ী
রেকর্ড অতিক্রান্ত দক্ষ ক্রিকেটারের।
নিখুঁত কর্মটিকেও পশ্চাতে রাখে।
দুঃখগুলো আজ বেপরোয়া
ইয়ুহদি মেনহুইনের আকাশভাঙা
সুরলহরীকেও সহজে ছাপিয়ে যায়।
দুঃখগুলো আজ একগুয়ে
সকল নান্দনিকতাকে উপেক্ষা করে
উজান উজান খেলে।
দুঃখগুলো আজ আত্মঘাতী
নিশ্চিত মৃত্যুকেও করে আলিঙ্গন।
দুঃখগুলো আজ পরম সম্পদ
ওগুলো একান্ত আমার :
শেয়ারবিহীন শেয়ার।

আগামী ভোরের সূর্যোদয়

ইচ্ছের ক্যানভাসে যদি কোনো চিত্র আঁকতেই চাও
এঁকে ফেলো এখনই।
উজ্জ্বল, বর্ণালি হতে হবে
আলোকচ্ছটায় কিংবা রঙের মোহে
ভুলভাল কোনো পতঙ্গ আকৃষ্ট হবে
এমন কি কোনো আবশ্যকতা আছে!

তুমি যদি চিত্রমোদী-চিত্রশিল্পীই হও
এখনই চিত্রশালা চাই!
আদিতে শিল্পানুরাগী হও...
সূচনাতে উদগত হও...
নির্মলতায় বিকশিত হও...

হাহাহা! ভালোবাসার মহীরুহ চাই না
চাই না নিদর্শন বা প্রতীকী তাজমহল।
বোধের চাতালে উদ্ভাসিত হলে প্রেম-স্বর্গীয়তা
হাতের মুঠোয় ঠুনকো স্বর্গপ্রাপ্তিও অবান্তর;
উন্মাদের প্রলাপ তখন নেহায়েৎ অপ্রাসঙ্গিক।

সততা-সরলতায় বলেই ফেলো
অন্তরোখিত নিরেট শব্দাবলি
দেখতে চাই না প্রেমের ত্রিভূজ আকর।
তুমি-আমি জানি না
আগামী ভোরের সূর্যোদয়
কেউ আদৌ দেখতে পাবো কি না!


আরো সংবাদ



premium cement
বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা

সকল