২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

কংক্রিট বনের কোকিল

-

কংক্রিট জঙ্গলের সঙ্গে লড়াই করা মুমূর্ষু
বৃক্ষের আড়াল থেকে কোকিল
ডেকে উঠল
বুঝলাম আজ বসন্ত।
তবুও মনে হল কোকিল নয়, লড়াই ক্লান্ত
বৃক্ষের রোদনে ভরে আছে নিসর্গ।
হায় নগর
হায় সভ্যতা
তোমার সঙ্গে তাল মেলাতে না পেরে
বৃত্তের ভেতরে বিন্দুর মতো
ক্রমশ একা হয়ে যাচ্ছি
গুটিয়ে যাচ্ছি নিজের ভেতর নিজে
বন্ধু-স্বজন ছিটকে যাচ্ছে
অন্য বৃত্তে,
কিংবা অসীম আকাশে
শূন্যতায়।
তাই কোকিলের ডাকে আর পুলক জাগে না
কেবল পুষ্পের বিকাশে ক্রন্দন শুনি
কোকিলের ডাকে বেহাগ শুনি।


আরো সংবাদ



premium cement