২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

অন্ধ হৃদয়

-

লক্ষ্য ছিল অর্থ বিত্ত ভৈবব,
ধ্যান ছিল সম্পদের পাহাড় গড়া,
দান খয়রাতের চিন্তা-ভাবনা মনেই আসেনি।

দ্বারে দণ্ডায়মান কঙ্কালসার বুভুক্ষুকে তাড়িয়েছি,
তাড়িয়েছি ভিখারিকে দুরদুর করে।
সম্ভ্রান্ত দুঃখী যারা সাহায্য প্রার্থী না,
তাদের সহায়তা করতে সচেষ্ট হইনি।
অনীহা ছিল হিস্যা দেয়ার,
ছিল না ইচ্ছা অধিকার দেয়ার,
ছিল না ইচ্ছা সম্পদ পবিত্র করার।

দুয়ারে দাঁড়িয়ে ছিলে তুমি,
দেখবার ফুরসত হয়নি,
হৃদয় ছিল পুরোপুরি অন্ধ,
তোমাকে দেখতে পাইনি।

হে ন্যায়পরায়ণ নির্যাতিত মানুষ,
প্রশান্ত চিত্তে ফিরে এস,
আর বাগানে প্রবেশ করো,
যার পাদদেশে ঝরনা প্রবাহিত,
যেখানে নেই দুঃখকষ্ট ভয়।

 


আরো সংবাদ



premium cement