২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পিছু ডাকে তবু

-

সেই শহরে আমার অবশিষ্ট বলে কিছু নেই
যা ছিল শৈশব, কৈশোর বা তরুণ সময়
সবটুকু জুড়ে আছে কালো ব্যানারে সাঁটানো
না আছে রঙিন কোনো স্মৃতি
না আছে কারো দরদি ভালোবাসা
না আছে কোনো আপন মানুষ
অতীত ভাবলে শুধু বেদনার হুল ফোটে কলিজায়
অতীত ভাবলে শুধু লোনাজলে চোখ ভরে যায়
অতীত ভাবলে একটি অবহেলিত শিশু দেখতে পাই
সেই অতীত, সেই শহর আমাকে আজো পিছু ডাকে
কিসের মায়া তবে?
কার ভালোবাসা তবে?


আরো সংবাদ



premium cement

সকল