২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

আকাশকাব্য

-


আমার ভেতরে আমি খুলে রাখি অসীম আকাশ,
মেঘ নেই বৃষ্টি নেই, নেই তাতে সজল বাতাস।
দুঃখ নেই, ব্যথা নেই, নেই তাতে পঙ্কিল ছায়া,
কাম নেই, ক্রোধ নেই, নেই কোনো মুগ্ধতা-মায়া।

সেখানে স্বপ্ন নেই, নেই কোনো পাথুরিয়া নদী,
সাগর মোহনা নেই, নেই ঢেউ বহে নিরবধি।
মোমের শিখা নেই, সে আকাশ নয় বাতিঘর,
কাব্য-কবিতা নেই, গল্প নেই, নেই কণ্ঠস্বর।

পাখির কাকলি নেই, প্রজাপতি ডানায় দহন,
কখনো দেখেনি কেউ সে আকাশে সূর্যগ্রহণ।
বর্ণহীন সে আকাশে অর্থহীন শূন্যতা কাঁদে,
মাঝরাতে উড়ে এসে শব্দহীন একা হাঁটে ছাদে।

আমার ভেতরে খোলা যে আকাশ দিগন্তে পাতা,
সেখানেই জমা হয় পাপ-পুণ্য,
সে আমার হিসাবের খাতা।

 


আরো সংবাদ



premium cement